শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৪ অপরাহ্ন
এইচ,এম,পান্না, আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় মানবজাতির শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিন উপলক্ষ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।
৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) সৌদি আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন।
৬৩২ খ্রিস্টাব্দে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সাঃ) হিসেবে পালন করেন সারা বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষ্যে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদে দোয়া-মিলাদ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সোমবার আগৈলঝাড়া উপজেলার গৈলা দাখিল মাদ্রাসায় হল রুমে মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো:রফিকুল ইসলাম নেছারী সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুর রশিদ মোল্লা শিক্ষক আবুল হোসেন আরো অন্যান্য শিক্ষকগণ।
একই সময় সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয় এসময় মসজিদের ইমাম মাওলানা সৈয়দ ইমরান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোঃ আলামিন হোসেন।
এছাড়া আগৈলঝাড়া উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক,ও মাদ্রাসাসহ ৫টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মিলাদের আয়োজন করা হয়।
এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও নগরবাড়ী জামে মসজিদ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জনপদ
Leave a Reply