বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
গৌরনদী প্রতিনিধিঃ গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যের ধারক ও বাহক শীতের হরেক রকম পিঠা প্রদর্শণ ও বিক্রির মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তের উৎসবকে বরণ করতে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম বারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, সিসিডিবি গৌরনদীর এরিয়া ম্যানেজার সুদিপন খিশা, প্রগ্রাম অফিসার উজ্জল, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অসীম রঞ্জন হালদার,
প্রকল্প বাস্তবায়ন অফিসার মোশারফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি এলিনা জাহিন পুতুল, উজিরপুর উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ,
সমবায় অফিসার রিয়াদ হোসেন, যুব উন্নয়ন অফিসার আসমা বেগম, আনসার ও ভিডিপি অফিসার শাহীনুর জামান,
পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার সমীরণ হাওলকদার, লায়লা পারভীন, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বিপুল দাস, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, মোঃ শফিকুল হোসেন টিটুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
প্রথম বারের মতো আয়োজন করা পিঠা উৎসবের উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে হরেক রকমের রসালো বাহারী পিঠার পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্তরে উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন স্থানীয় জনগন।
Leave a Reply