সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ বরিশালের আগৈলঝাড়ায় ভুয়া এনজিওর হাত থেকে বাচাঁর জন্য সংবাদ সম্মেলন করেছে ভুয়া এনজিওর কর্মীরা।
মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া প্রেসক্লাবে ভূয়া বেসরকারী এনজিও স্বপ্নডানা ৭জন মাঠ কর্মীর পক্ষে রীনা রায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন,
খৃষ্টান ধর্মীয় এনজিও প্রতিষ্ঠা করার কথা বলে আগৈলঝাড়ার উপজেলার মরান্দিরপাড় গ্রামের জন মার্টিন রায়, মিতালী সরকার, রীনা রায়,
পিন্টু সমদ্দার, রীনা বৈজ্ঞ, তৃজ্ঞা হুর ও নিত্যানন্দ বাড়ৈসহ সাত জন কমী মৌখিক ভাবে নিয়োগ দেন ম্যাগডোলেনিয়া মেরী বিশ্বাস, রিচার্ড রায় এলিয়, সায়মন বিশ্বাস ও বিউটি সরকার।
ওই সাতজন মাঠকর্মী আগৈলঝাড়া উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে ১৭৬১ জন সদস্যের কাছ ২ হাজার ৪০টাকা উত্তোলন করেন।
এর মধ্যে ২২৯ জন সদস্যের কাছ ২০ হাজার টাকা করে উত্তোলন করে প্রতারকচক্রের কাছে বিভিন্ন বিকাশ নম্বরে মাধ্যমে ৪৫লক্ষ ৮০ হাজার টাকা প্রেরন করেন।
এব্যাপারে বরিশাল সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ৫ ডিসেম্বর আগৈলঝাড়া উপজেলার মরান্দিরপাড় গ্রামের এডওয়ার্ড রায় ছেলে মেথিও রায় বাদী হয়ে ম্যাকডোনোলিয়া মেরি,
রির্চার্ড রায় এলিও, সায়মন বিশ্বাস বিউটি সরকারে বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওই বেসরকারী এনজিও স্বপ্নডানা মাঠকর্মী জন মার্টিন রায়, মিতালী সরকার, রিনা বৈষ্ণব, পিন্টু সমদ্দার, নিত্যানন্দ বাড়ৈ, তৃজ্ঞা হুরসহ অন্যানরা।
বাংলাদেশ জনপদ
Leave a Reply