রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন  দেশব্যপী নারীর প্রতি সহিংসতার বিচারের দাবীতে গৌরনদীতে মানববন্ধন অনুষ্ঠিত বানারীপাড়ায় ওলামা মাশায়েখের সম্মানে কোরআন বিতরণ ও ইফতার মাহফিল পটুয়াখালীর কলাপাড়ায় ১০ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টায় ৬৫ বছরের বৃদ্ধা আটক বরিশাল আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উজিরপুরে এক ব্যবসায়ীর ঝুলন্ত লা*শ উদ্ধার
আগৈলঝাড়া উপজেলা নির্বাচন রাত পোহালেই ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আগৈলঝাড়া উপজেলা নির্বাচন রাত পোহালেই ভোট, কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

এইচ,এম,পান্না, আগৈলঝাড়া বিশেষ প্রতিনিধিঃ রাত পোহালেই ভোট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ রবিবার (৯ জুন)।

ঘূর্ণিঝড় রেমালের কারণে পূর্ব নির্ধারিত ২৯ জুলাই ভোট গ্রহণ স্থগিত করে ৯ জুন রবিবার ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

আগৈলঝাড়া সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার জানান- সুষ্ঠ ভোট গ্রহন করতে ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১৩৩জন।

এরমধ্যে পুরুষ ভোটার ৬৭ হাজার ৫শ ৫৮জন এবং মহিলা ভোটার ৬৬ হাজার ৪শ ৭৫জন।

মোট ৬০টি ভোট কেন্দ্রে ৩৪২টি বুথে ভোট গ্রহন করা হবে। উপজেলায় মোট ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রর সংখ্যা ৩৮টি।

উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, নির্বাচনে যে কোন প্রতিবন্ধকতায় অভিযুক্তকে তাৎক্ষনিক শাস্তির আওতায় আনতে ১০জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়াও এলাকায় আইন শৃংখলা বজায় রাখতে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব, এক প্লাটুন ব্যাটালিয়ান আনসার দায়িত্ব পালন করবে।

প্রতিটি ভোট কেন্দ্রে ৮জন পুলিশ সদস্য, ১৩জন আনসার ভিডিপি সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে।

এছাড়াও পুলিশের ২০টি মোবাইল টিম সড়কে টহল দিয়ে আইন শৃংখলা বজায় রাখবে।

জরুরী মোকাবেলায় পুলিশ সদস্যদের ৪টি স্ট্রাইকিং ফোর্স রেডি রাখা হয়েছে। এাড়াও সাদা পোশাকে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের নজরদারির মাধ্যমে নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

ইতোমধ্যেই র‌্যাব ও বিজিবি সদস্যরা গাড়িতে করে বিভিন্ন সড়কে টহল দেয়া শুরু করেছে।

শনিবার সকাল থেকে প্রিসাইডিং অফিসারদের তত্বাবধানে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সহায়তায় ভোট

কেন্দ্রগুলোতে স্বচ্ছ ব্যালট বাক্স এবং নির্বাচনী সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটের ব্যালট পাটানো হবে ৯জুন রবিবার ভোরে।

আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত (আনারস) এবং যতীন্দ্র নাথ মিস্ত্রী (দোয়াত কলম)।

ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম তালুকদার (উড়োজাহাজ), মো. জসীম উদ্দিন সরদার (মাইক), মো. সবুজ আকন (টিউবওয়েল), সাহাবুদ্দিন মোল্লা (তালা) ও সঞ্জয় বাড়ৈ (চশমা)।

নারী ভাইস চেয়ারম্যান পদে মলিনা রানী রায় (প্রজাপতি), হাফিজা ইয়াসমিন (ফুটবল), পবিত্র রানী রায় (কলস) ও মনিকা সরকার (হাঁস)।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories