মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরা শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচারের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মুলাদিতে জমি জমা বিরোধে স্বামী-স্ত্রীকে মারধোরের অভিযোগ বানারীপাড়ায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  বানারীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্যতা: নিশ্চুপ প্রশাসন  উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 
আদালতের আদেশ সাপেক্ষে বানারীপাড়া থানায় ১৩ জনকে আসামী করে মামলা রুজু

আদালতের আদেশ সাপেক্ষে বানারীপাড়া থানায় ১৩ জনকে আসামী করে মামলা রুজু

স্টাফ রিপোর্টারঃ বরিশালের বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারি ঘটনায় ৭ জনকে নামীয় এবং ৫-৬ জনকে অজ্ঞাত করে বরিশাল আদালতে দায়ের কৃত নালিশী অভিযোগের প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেনেসাঁ খানের আদেশে বানারীপাড়া থানা ইনচার্জ মামলা রুজু করেন।

উপজেলার কর পাড়া গ্রামের মোঃ সালাম মোল্লার মেয়ে শিমু বেগম বাদী হয়ে হইয়া ঐ একই গ্রামের সোবাহান

মল্লিক এর ছেলে সালেক মল্লিক, মৃত হামেদ বেপারীর ছেলে মাহাবুব বেপারী,

মাসুম বেপারী, হারুন বেপারী, মৃত্যু খালেক বেপারীর ছেলে হাসানাদ বেপারী,

মৃত্যু আলী বেপারীর ছেলে ছালেক বেপারী, আব্দুর রবের ছেলে নজরুল ও ৫/৬ জনকে অজ্ঞতা করে জি আর

মামলা নং ৯ এ ১৪৩/৪৪৮/৩২৩/৩০৭/৩২৪/৩২৫/ ৩৭৯/৩৫৪/৫০৬(২) পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন।

অভিযোগে জানা যায় বাদী দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে বসত বাড়ি উঠান নিয়ে বিবাদ চলে আসছিল।

ওঠান থেকে ওঠা-বসাকে কেন্দ্র করে বিবাদীরা প্রতিনিয়ত বাদী পক্ষদের উপর অত্যাচার করত।

এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে বিবাদীরা জনতাবদ্ধ হয়ে বাদীর বাড়ির সামনে এসে গালাগালি

করলে বাদির বাবা তাতে প্রতিবাদ করলে বিবাদীরা বাদীর বাবা সালাম মোলার উপর ঝাপাইয়া পরে বেদরক মারধর

শুরু করলে বাদি সহ তার বোনেরা বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদের উপরও এলোপাথারি মারপিট শুরু করে।

মারামারির একপর্যায়ে বিবাদীরা ২ নং সাক্ষী তাসলিমার মাথায় আঘাত করিয়া মৃত্যু নিশ্চিত করে পার্শ্ববর্তী খালে ফালাইয়া দেয়।

বিবাদীরা বাদীর গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনাইয়া নেয় এবং বাদিসহ মহিলা সাক্ষীদের কাপড় চোপড় টেনে হেচড়ে ছিড়িয়া শ্রীলতাহানি ঘটায়।

মারামারির শেষে বাদীপক্ষ ২ নং সাক্ষী তাসলিমাকে খুজিয়ে না পাইয়া অনেক খোঁজাখুঁজির পর খালপাড়ে মুমূর্ষ অবস্থায় দেখতে পায়।

তাৎক্ষণিক তাসলিমাকে চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার নিয়ে আসলে

রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচীম হাসপাতালের প্রেরন করা হয়।

এছাড়া মারামারি শেষে বিবাদীরা বাদীপক্ষকে হুমকি ধামকি দিয়ে যায় থানা পুলিশ না করার জন্য।

বিবাদীদের ভয়তে বাদীপক্ষ স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে আইনের দ্বারস্থ হয়।

বাদিপক্ষ বিষয়টি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচারের দাবি জানিয়ে সর্বমহলের কাছ থেকে সহায়তা কামনা করেছেন।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories