মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাগুরা শিশু আছিয়াসহ দেশব্যাপী সকল ধর্ষনের বিচারের দাবীতে আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান মুলাদিতে জমি জমা বিরোধে স্বামী-স্ত্রীকে মারধোরের অভিযোগ বানারীপাড়ায় জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান  বানারীপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের শূন্যতা: নিশ্চুপ প্রশাসন  উজিরপুরের সাতলার ৯ নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  উজিরপুরে মাত্র ৭ মাসে কোরআনের হাফেজ হলেন-আব্দুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪ গৌরনদীতে জামায়াতের ইফ্তার মাহ্ফিল অনুষ্ঠিত উজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন 
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে জাগুয়া ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে চলছে ঘর নির্মাণ। ভুক্তভোগী পরিবার আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে গিয়েও পাচ্ছেন না কোনো প্রতিকার।

স্থানীয় সূত্রে জানা গেছে, খয়ের দিয়া মৌজার এস এ ৩৭৫ খতিয়ানের ৩৩ শতাংশ জমি ক্রয় ও রের্কড সূত্রে মালিক নূর মোহাম্মদ গাজী।

গত মঙ্গলবার ২৬ তারিখে, কবির গাজী ও শিব্বির গাজি,নুর ইসলাম গাজী লোক ভাড়া করে স্থানীয় বেশ-কিছু সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিটা জবরদখল করার চেষ্টা করেন।

এ সময় নূর মোহাম্মদ গজী ও তার সহ ধর্মিনি জমি দখলে বাঁধা দেওয়ার সময় তাদের উপর অতর্কিত হামলা করেন ভাড়া করা সন্ত্রাসীরা কবির গাজী ও সিদ্দিক গাজী

হামলায় নূর মোহাম্মদ এর স্ত্রী সহ গুরুতর আহত হন প্রায় ৬ জন।

কবির গাজি জমিটির দখল নিতে চেষ্টা করলে নূর মোহাম্মদ গাজী আদালতের নিষেধাজ্ঞা চায়।

সূত্রে জানা যায়, আদালত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে।

মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন।

এছাড়া আদালত কমিশন নিয়োগ দিলে নূর মোহাম্মদ ভোগ দখল রয়েছে মর্মে প্রতিবেদন দেন।

কিন্তু কবির গাজি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সন্ত্রাসী বাহিনী নিয়ে, নূর মোহাম্মদ গাজীর ফসলি জমি ও ফসল নষ্ট করে, সেখানে টিনশেড ঘর নির্মাণের কাজ করছেন।

নূর মোহাম্মদ গাজী বলেন, দীর্ঘদিন জমিটি আমরা ভোগদখল করে আসছি।

জমিটিতে বর্তমানে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের নির্মাণ করা ঘর ভেঙে প্রতিপক্ষ সেখানে অবৈধভাবে জবরদখল করে, ঘর নির্মাণ করছেন।

থানা পুলিশকে জানালেও এ বিষয়ে তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

তবে অভিযোগ অস্বীকার করে কবির গাজি বলেন, আমি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের নির্মাণ করছি না।

স্থানীয় সন্ত্রাস বাহিনী, নিয়ে নারীদের উপর হামলার, কারণ জানতে চাইলে তিনি কোন সদ উত্তর দিতে পারেননি।

স্থানীয় জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মো. রিপন, গিয়াস উদ্দিনসহ অধিকাংশ ব্যবসায়ী বলেন, জমিটি দীর্ঘদিন নূর মোহাম্মদ গাজি ও তার বাবা ভোগদখল করে আসছেন।

জমিতে তাদের ফসল ও সবজি বগান ছিল তা ভাড়া করা সন্ত্রাস বাহিনী নিয়ে সেখানে টিনশেড ঘর তৈরি করছেন।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,

জমি সংক্রান্ত বিরোধ থাকলে আদালতে মামলা করবে। আদালত সিদ্ধান্ত নিবে। এ বিষয়ে আমাদের কিছু করার নেই।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories