মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় ৬২ হাজার টাকাসহ ৫ জুয়ারি আটক বিএনপির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ খান বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফারদের কর্ম বিরতি প্রত্যাহার বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বরিশালের উজিরপুরে গৃহবধূ নিখোঁজ, উদ্বিগ্ন স্বজনরা গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতা অপরিহার্য — কুয়াকাটায় মতবিনিময় সভায় বক্তারা
আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গজারিয়ার মেয়ে পাপ‌ড়ি

আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গজারিয়ার মেয়ে পাপ‌ড়ি

ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কৃতি সন্তান আ‌তিয়া রহমান পাপ‌ড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে নিউয়ার্কে অবস্থিত ডেলাওয়্যার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

 

ডেলাওয়্যার ইউনিভার্সিটির কনভেনশন কক্ষে সমাবর্তন অনুষ্ঠানে আ‌তিয়া রহমান পাপ‌ড়ির ডক্টরেট ডিগ্রি ঘোষণা করা হয়।

 

আ‌তিয়া রহমান পাপ‌ড়ির বাবা উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান খোকন শিকদার ও মাতা আ‌য়েশা আক্তার ডেইজী।

তিনি তার স্বামী ডঃ ইঞ্জিনিয়ার ফজলে এলাহী আশিকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। স্বামী ডঃ ইঞ্জিনিয়ার ফজলে এলাহী আশিক

আন্তর্জা‌তিক খ্যা‌তিসম্পন্ন প্রতিষ্ঠান ইন‌টেল এ রিসার্চ অ্যান্ড ডেভ‌লেপ‌মেন্ট ই‌ঞ্জি‌নিয়ার হি‌সে‌বে কর্মরত রয়েছেন।

 

এদিকে পাপ‌ড়ির এই কৃতিত্বের জন্য গজারিয়ায় তার পরিবার ও এলাকাবাসী দারুন উচ্ছাসিত। পাপ‌ড়ির এক নেট বার্তায় আগামীতে নিজ দেশ ও জাতির সেবা করার ইচ্ছা পোষণ করেছেন এবং সকলের নিকট দোয়া কামনা করেছেন।

 

জানা যায়, ইঞ্জিনিয়ার আ‌তিয়া রহমান পাপ‌ড়ি শিশু শ্রেণি থেকেই অত্যন্ত মেধাবী। তিনি কুমিল্লা নবাব ফয়জুননেছা গার্লস হাইস্কুল থেকে ২০০৬ সালে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২০০৯ সালে Aপ্লাস পেয়ে এসএসসি পাশ করেন।এরপর ২০১১ সালে কুমিল্লা

ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যালে ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে তিনি ডেলাওয়্যার ইউনিভার্সিটিতে পড়তে যান।

 

এছাড়াও লেখাপড়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার আ‌তিয়া রহমান পাপ‌ড়ি ছোট‌বেলা থে‌কেই গানসহ নানা সাংগঠ‌নিক কর্মকা‌ণ্ডে পারদর্শী। তার গা‌নের অ্যালবামও প্রকা‌শিত হ‌য়ে‌ছে।

 

ইঞ্জিনিয়ার আ‌তিয়া রহমান পাপ‌ড়ির বাবা আতাউর রহমান খোকন শিকদার বলেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আজ আমার মেয়ে পাপড়ি পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। মেয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সহ ভবিষ্যৎ রচনায় তিনি সকলের দোয়া কামনা করেন।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories