শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ উজিরপুরের পৌরসভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি  বরিশালের বাবুগঞ্জে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ২ জনকে কু*পিয়ে ও পিটিয়ে জ*খম পটুয়াখালীতে কৃষি উন্নয়ন কর্মকর্তা লেবার ফান্ডের কোটি টাকা আত্মসাত  গোপালগঞ্জের পাইককান্দি প্রতিবন্ধী শান্ত, পরিবারের প্রতারণার হাতিয়ার – এ অভিযোগে ভুক্তভোগীর সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮০ নারী পেলেন হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ দুমকিতে ইলিশ সংরক্ষণও অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন
আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গজারিয়ার মেয়ে পাপ‌ড়ি

আমেরিকা থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন গজারিয়ার মেয়ে পাপ‌ড়ি

ওসমান গনি, স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা কৃতি সন্তান আ‌তিয়া রহমান পাপ‌ড়ি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে নিউয়ার্কে অবস্থিত ডেলাওয়্যার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

 

ডেলাওয়্যার ইউনিভার্সিটির কনভেনশন কক্ষে সমাবর্তন অনুষ্ঠানে আ‌তিয়া রহমান পাপ‌ড়ির ডক্টরেট ডিগ্রি ঘোষণা করা হয়।

 

আ‌তিয়া রহমান পাপ‌ড়ির বাবা উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আতাউর রহমান খোকন শিকদার ও মাতা আ‌য়েশা আক্তার ডেইজী।

তিনি তার স্বামী ডঃ ইঞ্জিনিয়ার ফজলে এলাহী আশিকের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। স্বামী ডঃ ইঞ্জিনিয়ার ফজলে এলাহী আশিক

আন্তর্জা‌তিক খ্যা‌তিসম্পন্ন প্রতিষ্ঠান ইন‌টেল এ রিসার্চ অ্যান্ড ডেভ‌লেপ‌মেন্ট ই‌ঞ্জি‌নিয়ার হি‌সে‌বে কর্মরত রয়েছেন।

 

এদিকে পাপ‌ড়ির এই কৃতিত্বের জন্য গজারিয়ায় তার পরিবার ও এলাকাবাসী দারুন উচ্ছাসিত। পাপ‌ড়ির এক নেট বার্তায় আগামীতে নিজ দেশ ও জাতির সেবা করার ইচ্ছা পোষণ করেছেন এবং সকলের নিকট দোয়া কামনা করেছেন।

 

জানা যায়, ইঞ্জিনিয়ার আ‌তিয়া রহমান পাপ‌ড়ি শিশু শ্রেণি থেকেই অত্যন্ত মেধাবী। তিনি কুমিল্লা নবাব ফয়জুননেছা গার্লস হাইস্কুল থেকে ২০০৬ সালে ট্যালেন্টপুল বৃত্তি এবং ২০০৯ সালে Aপ্লাস পেয়ে এসএসসি পাশ করেন।এরপর ২০১১ সালে কুমিল্লা

ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যালে ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে তিনি ডেলাওয়্যার ইউনিভার্সিটিতে পড়তে যান।

 

এছাড়াও লেখাপড়ার পাশাপাশি ইঞ্জিনিয়ার আ‌তিয়া রহমান পাপ‌ড়ি ছোট‌বেলা থে‌কেই গানসহ নানা সাংগঠ‌নিক কর্মকা‌ণ্ডে পারদর্শী। তার গা‌নের অ্যালবামও প্রকা‌শিত হ‌য়ে‌ছে।

 

ইঞ্জিনিয়ার আ‌তিয়া রহমান পাপ‌ড়ির বাবা আতাউর রহমান খোকন শিকদার বলেন, মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আজ আমার মেয়ে পাপড়ি পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। মেয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু সহ ভবিষ্যৎ রচনায় তিনি সকলের দোয়া কামনা করেন।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories