শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্ঠা উজিরপুরে ৬৩ বছর বয়সী নারীর লাশ উদ্ধার কুয়াকাটায় ৬২ হাজার টাকাসহ ৫ জুয়ারি আটক বিএনপির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ খান বানারীপাড়ায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আওতায় কৃষকদের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত  বরিশালের গৌরনদী পৌরসভার বৈধ মেয়র দাবি করে আদালতে মামলা কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফারদের কর্ম বিরতি প্রত্যাহার বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
আশুলিয়ায় গার্মেন্ট শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় গ্রেপ্তার-৮

আশুলিয়ায় গার্মেন্ট শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় গ্রেপ্তার-৮

মোঃ মনির মন্ডল, সাভার প্রতিনিধিঃ শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

 

 

গ্রেপ্তাররা হলা- দেওয়ান আব্দুল হাই (৫২), রনি (২৭), মো. জাহিদুল ইসলাম (২৪), শাহাপরান (৩৩),মো. রাব্বি মিয়া (২৫), মো. মিজানুর রহমান (৩৮),জাহিদুল (৩৮), মো. শুক্কুর আলী (৪০)। এর মধ্যে দেওয়ান আব্দুল হাই আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

 

এর আগে সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় থানা পুলিশসহ যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

চকরিয়ায় ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন এলাকার গার্মেন্ট শিল্প অস্থিতিশীল করার জন্য একটি গ্রুপ পাঁয়তারা করছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী গার্মেন্ট শিল্পকে ধ্বংস করতে তারা বিভিন্নভাবে শ্রমিকদের উসকানি দিয়ে গার্মেন্ট ভাঙচুর, রাস্তা ব্যারিকেট দিয়ে গাড়ি ভাঙচুরসহ গাড়ি পুড়িয়ে অপূরণীয় ক্ষতি করে আসছে।

 

এমনকি আইনশৃঙ্খলা বাহিনীসহ যৌথ বাহিনীর ওপর শ্রমিক লেলিয়ে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এসব উসকানিদাতা এবং নেতৃত্ব প্রদানকারীদের কঠোর হস্তে দমন এবং আইনের আওতায় আনার জন্য থানা পুলিশসহ যৌথ বাহিনীর অভিযানে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ও নিয়মিত মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করা হয়।

 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পোশাক শিল্পে বাংলাদের অর্থনীতি নির্ভরশীল। এ শিল্পকে ধ্বংস করতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র ও পাঁয়তারা করে আসছে। এরই ধারাবাহিকতায় শিল্পাঞ্চলে আমাদের যৌথবাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানে আটজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সপর্দ করেছি। এ অভিযান অব্যাহত আছে থাকবে বলে জানান।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories