বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
মোঃ মনির মন্ডল, সাভার প্রতিনিধিঃ আশুলিয়ায় দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিকের মৃ*ত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ শ্রমিক।
নি*হত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর।
আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট নামে একটি তৈরি পোশাক কারখানার সামনে সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে মাসকট শ্রমিকরা কাজ যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেয়। এ সময় সামনের রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাসকট কারখানার শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়তে থাকে।
এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ইটের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হয়।
আহত হন অন্তত ২০ শ্রমিক। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
ঘটনাস্থলে শিল্প পুলিশসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply