রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পূর্বাহ্ন
বেলাল হোসেন সিকদার, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের চরমোনাই জামেয়া আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর এর সদস্য মনোনীত হওয়ায় চরমোনাই জামেয়ার শিক্ষক, কর্মচারী ও ছাত্র দের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন।
গত ১৮ই নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ১১ সদস্য বিশিষ্ট
বোর্ড অফ গভর্নরের প্রজ্ঞাপন জারি করেন রাষ্ট্রপতির আদেশক্রমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
চরমোনাই কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও গবেষক
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানী বলেন আমাকে বাংলাদেশের ধর্ম বিষয়ের সর্বোচ্চ জায়গা হল ধর্ম মন্ত্রণালয়।
এই মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নরের সদস্য হিসাবে আমাকে নিয়োগ দেয় বর্তমান অন্তবর্তীকালীন সরকার ও তার প্রশাসন,
এর জন্য আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি এবং যারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সেই সাথে তিনি আরো বলেন আমার উপরে যে দায়িত্ব আসছে সে দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য তিনি দেশবাসীর কাছে দোয়ার আহবান জানিয়েছেন।
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী চরমোনাইর কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং বাংলাদেশ
জমিয়াতুল মোদাররিসিন এর সিনিয়র সহ-সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য।
উপরোক্তা দায়িত্ব ছাড়াও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply