রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন
বেলাল হোসেন সিকদার, বিশেষ প্রতিনিধিঃ চরমোনাই জামেয়া আহসানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর এর সদস্য মনোনীত হওয়ায় আলীয়া মাদরাসার শিক্ষকদের একক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
গতকাল ২১শে নভেম্বর দুপুরে মহাখালীর গাউসুল আজম মসজিদ কমপ্লেক্স এ আয়োজিত হয় বাংলাদেশর আলিয়া
মাদ্রাসা থেকে যারা পি এইচডি ও এমফিল ডিগ্রী অর্জনকারী সম্মানিত ব্যক্তিবর্গ দের সংবর্ধনা অনুষ্ঠান,
সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন’র নব নির্বাচিত
বোর্ড অফ গভর্নর এবং সুনাম ও দক্ষতার সাথে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রী
অর্জনকারী অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী সাহেবকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল- মাদানীকে ফুল দিয়ে সংবর্ধনা দেন বাংলাদেশের
ঐতিহ্যবাহী দারুন নাজাত কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক।
সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন’র সভাপতি ও
জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা সাব্বির আহমেদ মোমতাজী।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম,
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর সিনিয়র সহ- সভাপতি মাওলানা কবি রূহুল আমিন খান এবং বাংলাদেশ
জমিয়াতুল মোদার্রেসীন এর নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন আলিয়া মাদ্রাসা থেকে আগত অধ্যক্ষ, উপ অধ্যক্ষ এবং আলিয়া মাদ্রাসার শিক্ষা অঙ্গন থেকে পি এইচডি ও এমফিল ডিগ্রিধারী গন।
অনুষ্ঠান থেকে সম্বর্ধনা পেয়ে অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী মিডিয়া কর্মীদেরকে তার দেয়া সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশে আলিয়া মাদ্রাসা তাদের স্বতন্ত্রতা বজায় রেখে দ্বীনি শিক্ষার বিস্তার সহ গবেষণার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে আদর্শ ও দক্ষ নাগরিক গড়ার একটি অন্যতম প্রতিষ্ঠান এর নাম আলিয়া মাদ্রাসা।
তিনি আরো বলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর মাধ্যমে বাংলাদেশ আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে আরো যুগ উপযোগী করা হবে এবং আলিয়া মাদ্রাসার ছাত্ররাই ভবিষ্যতে এই দেশ ও জাতির নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ।
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক আল্লামা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বর্তমানে চরমোনাই কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন এর সিনিয়র সহ-সভাপতি ও ইসলামি ফাউন্ডেশন এর বোর্ড অফ গভর্নর সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply