রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন সংস্থা’ নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ইস্কুল-মাদরাসা রাস্তা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) এ বৃক্ষরোপণ কর্মসূচি শেষ হয়েছে, যা গত রবিবার (২৭ অক্টোবর ) থেকে শুরু হয়।
জানা গেছে, মেহেন্দিগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে মেহেন্দিগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের ইস্কুল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সমাজের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের ইস্কুল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এবং গরিব অসহায় মানুষদের জন্য গাছ বিতরণ কর্মসূচি করে।
এর মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন এর বিভিন্ন ওয়াডের ইস্কুল, মসজিদসহ বিভিন্ন স্থানে মোট ২০০টি গাছ রোপণ করে সংগঠনটি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ২০ টি জলপাই গাছ, ২০ টি আমলক্ষী গাছ, ১০ টি জামুরা গাছ, ১০ টি ফুল গাছ, ২০ টি চাম্বুল গাছ, ৩০ টি আকাশমনি গাছ, ২০ টি কড়ই গাছ ২০ টি আমরা গাছ ২০ টি কাঠ গাছ ও ৩০ টি পেয়ারা গাছের চারা রোপণ করা হয়।
সংগঠনের ৫ পরিচালক ১/ মোহাম্মদ লুৎফর রহমান সিকদার, ২/ শহীদ সিকদার (৩ নং ওয়ার্ড মেম্বার) ৩/ খোরশেদ হাওলাদার, ৪/ মাওলানা রিপন বেপারী, এবং ৫/ মাওলানা মোহাম্মদ আলী বলেন, বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে প্রতিদিন সকাল বিকাল থেকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা প্রতিটি ইস্কুল মাদরাসায় গিয়ে ৬ টি পেয়ারা গাছ, ৩ টি আমলক্ষী গাছ, ৪ টি জলপাই গাছ, ৪টি কাঠ গাছ, ২ টি করই গাছ, ২ টি তাম্বুল গাছ, ২ টি জাম্বুর গাছ, ৩ টি ফুল গাছের চারা রোপণ করার মধ্যে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেন। এগুলো পরিচালনা করেছেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ সংস্থার সদস্য সুজন সিকদার, এনামুল হোসেন, রিফাত হোসেন (জামাল), নাঈম সিকদার, সাগর খান, লিয়ন সিকদার, শাকিল খান, জিহান সিকদার, রিফাত সিকদার, সবুজ বেপারী, জিহাদ বেপারী, মাসুম হাওলাদার, রব্বি হোসেন, আব্বিদ বেপারী, রাব্বি সিকদার, শাকিল বেপারী, ইমন হোসেন, শিহাব সিকদার, শুভ, সজীব বেপারী, আমানুল্লাহ সহ আরো অনেকেই। এছাড়া আমাদের সেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন সময়ে নানা সেবামূলক কাজ করে থাকে।
উল্লেখ্য, ‘স্বপ্নপূরণ ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ সংস্থা’ নামের সেচ্ছাসেবী সংগঠনটি ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৭০ জন। সংগঠনটি বৃক্ষরোপণ, অসহায় পরিবারের পাশে দাঁড়ায়, অর্থ দিয়ে পাশে দাঁড়ানো, বাঙ্গা রাস্তাঘাট সংস্কার করা, এতিমদের দায়িত্ব নেওয়া, রক্তদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম। এটি বাজিৎখাঁ এবং উত্তর পাড়ার সেচ্ছাসেবী সংগঠন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply