শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুরে সুদের টাকার বিনিময়ে জমি লিখে নিয়ে বৃদ্ধাকে ঘড় থেকে বের করে দেওয়ার অভিযোগ উজিরপুরের পৌরসভায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুধর্ষ চুরি  বরিশালের বাবুগঞ্জে জমিজমা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের ২ জনকে কু*পিয়ে ও পিটিয়ে জ*খম পটুয়াখালীতে কৃষি উন্নয়ন কর্মকর্তা লেবার ফান্ডের কোটি টাকা আত্মসাত  গোপালগঞ্জের পাইককান্দি প্রতিবন্ধী শান্ত, পরিবারের প্রতারণার হাতিয়ার – এ অভিযোগে ভুক্তভোগীর সাভারে শারদীয় দুর্গোৎসবের জন্য প্রস্তুত ১৮৮টি মণ্ডপ মুন্সিগঞ্জের গজারিয়ায় ৮০ নারী পেলেন হার পাওয়ার প্রকল্পের ল্যাপটপ দুমকিতে ইলিশ সংরক্ষণও অভিযান উপলক্ষে প্রস্তুতি মূলক সভা শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগে এনজিওর মালিক সজলের বিরুদ্ধে মানববন্ধন
ঈদুল আযহার পরেও দুমকীতে লাগামহীন নিত্যপণ্যের দাম বেড়েছে

ঈদুল আযহার পরেও দুমকীতে লাগামহীন নিত্যপণ্যের দাম বেড়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে যে চিত্র পাওয়া গেছে তাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে লাগামহীন অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার(২ জুলাই) সরেজমিনে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, খরা, বন্যা, অতি বৃষ্টির কারণে এখন অধিকাংশ সবজি ও চালের দাম বাড়তি।

এদিকে ক্রেতারা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বাজারে চালের দাম বেড়েই চলছে। তবে সবজির সরবরাহ এমনিতেই সিজন অনুযায়ী কম।

উপজেলার বিভিন্ন খুচরা বাজারে পুঁই শাকের আঁটি ৪০ টাকা, কলমি শাকের আঁটি ২০, মিস্টি কুমড়া শাকের আঁটি ৩০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা, পটলের কেজি ৩০ টাকা, শশার কেজি,

করলার কেজি ১০০ টাকা, কাঁচা মরিচের কেজি ২৮০ টাকা, কচু মুখীর কেজি ৪০ টাকা, কচু গাডির কেজি ৮০ টাকা, পেঁপের কেজি ৬০ টাকা, দেশী কাগজী লেবুর হালি ১৫ টাকা,

দেশি সবরি কলা ছোট সাইজের হালি ৪০ টাকা, দেশি হাঁসের ডিমের হালি ৭০ টাকা, দুধের লিটার ৮০ টাকা,

হলুদ গুঁড়ার কেজি ৩৫০ টাকা, মরিচ গুড়ার কেজি ৪০০ টাকা। এদিকে ঈদুল আজহার সময় মাছের দাম বৃদ্ধি হলেও তা আর কমে নি।

খুচরা বাজারে পাঙ্গাশ মাছের কেজি ১৮০ টাকা, রুই মাছের কেজি ৩০০ টাকা, সাগরের মাছ বরফ যুক্ত ১৮০-২৫০ টাকা, চিংড়ি মাছের(মাঝারি) কেজি ৮০০ – ১০০০ টাকা,

ব্রয়লার মুরগীর কেজি ২৬০ টাকা, সোনালী কক মুরগীর কেজি ৩৬০ টাকা, গরুর গোস্তের কেজি ৮০০ টাকা, খাসীর গোস্তের কেজি ১১০০ টাকা।

অপর দিকে পর্যাপ্ত চালের সরবরাহ থাকলেও খুচরা বাজারে দেশি দিশা ইরি চালের কেজি ৬০ টাকা, দেশি আমন চালের কেজি ৬৫ টাকা, প্রতি কেজি নাজিরশাইল ৭০ থেকে ৭৮ টাকা, মিনিকেট ৬৮ থেকে ৮০ টাকা, বিআর২৮ ও বিআর২৯ চাল ৬৫ থেকে ৭৫ টাকা,

দেশি বাসমতি চালের কেজি ৮০ থেকে ৮৪ টাকা। মাঝারি মানের পাইজাম ৫৪ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চালের মধ্যে প্রতি কেজি গুটি স্বর্ণা মানভেদে ৪৯ থেকে ৫১ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতা ও বিক্রেতারা বলছে, গত বছরের তুলনায় এ বছরও সবকিছুর দাম বৃদ্ধি পেয়েছে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories