রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন
কে এম সোহেব জুয়েল, বিশেষ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা বাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মৌরিন আক্তার আশা।
তিনি বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধন ও সংযমের মধ্য দিয়ে রমজানের তাৎপর্য রক্ষা করেছেন সমগ্র দেশের মুসলিম উম্মাহ।
তারি ধারাবাহিকতায় দীর্ঘ এক মাস সিয়াম সাধনের পর সারা বিশ্বের মুসলমানদের ঘড়ে বয়ে আসছে ঈদুল ফিতরের আনন্দ।
আর এই আনন্দকে ভাগাভাগি করে নিতে ওই উপজেলার সর্ব স্হরের মানুষকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌরিন আক্তার আশা।
আশা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্য বাহী মিঞা পরিবারের এনামুল হক আনামের এক মাত্র সু-যোগ্য কন্যা ও গ্রাম বাংলা মাধ্যমিকবিদ্যালয়ের সাবেক সভাপতি ও
দরিদ্র ও মেহনতী মানুষের এক মাত্র ভরসা মৌরিন আক্তার আশা।
তিনি সমগ্র রমজান মাস জুরে নিরালোস ভাবে অসহায় মানুষের খেজমত করে গেছেন। এছারাও গরীব অসহায়
মানুষের মাঝে খাদ্য সামগ্রী বস্র বিতারনের মধ্য দিয়ে এ সকল পরিবারের মধ্যে ঈদের আনন্দ বয়ে দিতে পেরে নিজকে ধন্য বোধ করছেন মৌরিন আক্তার আশা।
এভাবেই ব্যাস্হতার মাঝে পুরো মাসটি কাটিয়ে দিয়েছেন এই নেত্রি।
বাকি জীবনটাও জেন পরোপকারে উৎসর্গ করে দিতে পারেন তিনি এমনই প্রত্যয় ব্যক্ত করেন আশা।
তািনি পবিত্র ঈদুল ফিতরকে স্বাক্ষী রেখে বলেন, তিনি বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে
নির্বাচিত হতে পারলে গরীব অসহায় মানুষকে না খেয়ে না পরে এবং চিকিৎসা অভাবে ধুঁকেধুঁকে মরতে হবেনা ।
এবং দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যহত রেখে এক যোগে কাজ করে যাবেন মৌরিন আক্তার আশা।
Leave a Reply