শনিবার, ১২ Jul ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা

উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভার কমলাপুর গ্রামকে “পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব গ্রাম” হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিকেলে রায়বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘোষণাটি দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা, তবে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের কারণে

তিনি আসতে না পারলেও লিখিত বার্তা পাঠিয়ে সকলকে শুভেচ্ছা জানান এবং পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, যিনি যুবসমাজকে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন সিলভিয়া ডেইজি (এপি ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ), মোঃ ফরিদ হোসেন (পরিচালক, শিল্পকলা একাডেমী উজিরপুর শাখা) এবং রাকিবুল ইসলাম (প্রোগ্রাম ম্যানেজার, সিআরএসএস-উজিরপুর)।

তাঁরা সবাই পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআরএসএস-উজিরপুরের সিডিও অ্যানিমিতা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তপন মিত্র (সাধারণ সম্পাদক, বিডিএস কমিটি), সিনথিয়া তন্বী (এম অ্যান্ড ই স্পেশালিস্ট, সিআরএসএস), আহসান সুমন ও জেমস সানী বৈরাগী (সিডিও, সিআরএসএস), এবং

উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন, সদস্য নুরুল ইসলাম আসাদ, মোঃ খলিলুর রহমান ও সোহাগ হাওলাদারসহ প্রায় দুই শতাধিক নারী-পুরুষ।

ইগনিশন কমিটি ও পরিবেশবান্ধব গ্রাম উন্নয়ন কমিটি (কমলাপুর) আয়োজন করে এ অনুষ্ঠান, যেখানে সহযোগিতা করে সিআরএসএস, এপি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

ঘোষণার পর গ্রামবাসী শপথ নেন পরিচ্ছন্নতা বজায় রাখা, শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা, খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করা, প্লাস্টিক দূষণ রোধ করা এবং গাছ লাগিয়ে গ্রামকে সবুজ রাখার জন্য।

স্থানীয়দের ভাষায়, এই স্বীকৃতি তাদের আরও দায়িত্বশীল করে তুলবে এবং সত্যিকারের পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম হিসেবে কমলাপুরকে গড়ে তুলতে সবাই একসাথে কাজ করবে।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories