মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুর ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে দুর্দান্ত জয়, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে উজিরপুর দল জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বাবুগঞ্জে সেলিমা রহমানের আগমন উপলক্ষে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের শোভাযাত্রা উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরের শিকারপুর শিশু নিশাতের মৃত্যু ঘিরে রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের কুয়াকাটা বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার -৯, নিখোঁজ -৬ উজিরপুরের মাদার্শী কে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা উজিরপুরে ছেলের হাতে বাবা খুন, জনতার হাতে আটক!
উজিরপুরের শিকারপুর ইউনিয়নে শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট মনিটরিং সভা অনুষ্ঠিত

উজিরপুরের শিকারপুর ইউনিয়নে শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট মনিটরিং সভা অনুষ্ঠিত

উজিরপুর প্রতিনিধিঃ সেন্টার ফর রুরাল সার্ভিস সেক্টর (সিআরএসএস) এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট মনিটরিং সভা।

এই সভার মূল উদ্দেশ্য ছিল ইউনিয়ন পর্যায়ে শিশুদের জন্য বরাদ্দকৃত বাজেট বিষয়ে আলোচনা, সচেতনতা সৃষ্টি এবং অংশগ্রহণ নিশ্চিত করা।

১৮ মে ২০২৫ সকাল ১০টায় সভাটি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন পরিষদের সচিব, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় অভিভাবকগণ, শিক্ষক এবং শিশু প্রতিনিধিরা।

উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের সচিব আবু হানিফ মুন্সী’র সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সিআরএসএস উজিরপুর ইউনিটের আহসান সুমন (সিডিও)।

এসময় সভায় আলোচকরা বলেন, “শিশুদের উন্নয়ন নিশ্চিত করতে শুধু বাজেট বরাদ্দ করলেই চলবে না, বরং তা যেন বাস্তবায়ন হয়, সেটা নিশ্চিত করাও জরুরি।

স্থানীয় শিশুরা যাতে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও সুরক্ষায় অধিকার পায়; তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।”

এছাড়াও সভায় শিশুদের নিজস্ব অভিজ্ঞতা, চাহিদা এবং মতামত গুরুত্ব সহকারে উপস্থাপন করা হয়।

শিশুরা নিজেরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এবং তাদের উন্নয়নের জন্য বিভিন্ন দাবি উত্থাপন করে।

সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশনের এই ধরণের উদ্যোগ স্থানীয় পর্যায়ে শিশুদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অংশগ্রহণকারীরা অভিমত দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এ্যনিমিতা (সিডিও, সিআরএসএস), সিনথিয়া তস্বী (এম অ্যান্ড ই স্পেশালিস্ট, সিআরএসএস), ধলু কাজী, শফিকুল ইসলাম লিমন-যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী যুবদল, উজিরপুর, নমিতা-স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা ও উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিক খলিলুর রহমান, মাহফুজুর রহমান, সোহাগ হাওলাদার এবং নুরুল ইসলাম আসাদ।এছারাও অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন পল্লব বৈদ্য, নয়ন হাওলাদার, আফসানা আক্তারসহ অভিভাবক, স্থানীয় যুবক, ইউনিয়ন সদস্য ও শিশুরা।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories