সোমবার, ১৪ Jul ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে ধান চাষের জমিতে মাছের ঘের করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জমির প্রকৃত মালিকদের একাংশ।
মাছের ঘের নিয়ে এই দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উজিরপুর উপজেলার ১ নং সাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আলামদী গ্রামের জমির মালিকরা ৯ শত বিঘা জমিতে শত বছর ধরে ধান চাষ করে আসছে।
উক্ত জমিতে জমির মালিকদের একাংশ ওই এলাকার প্রভাবশালী মো: বাদশা হাওলাদার,
মো: রহিম বিশ্বাস, মো: জলিল বিশ্বাস, মো: জব্বার হাওলাদার. মো: সেলিম বিশ্বাস সহ তাদের সহযোগীরা।
২৩ জুন সকাল ১০ টায় মাছের ঘের করার উদ্দেশ্যে বাঁশের খুটি ও বাঁশের চালি দিয়ে বেড়া দেয়ার কাজ শুরু করে।
এরই বিরুদ্ধে ওই এলাকার জমির মালিকের একাংশ মোঃ কবির খানের নেতৃত্বে জমির মালিকরা বিক্ষোভ মিছিল করে।
এসময় উপস্থিত ছিলেন লিয়াকত খান, ফিরোজা বেগম, হাজেরা বেগম, নিলুফা বেগম, মোঃ সিরাজ খান,
মোঃ হাবিব খান, মোঃ ছালাম খান, মোঃ হানিফ শেখ, মোঃ রুবেল খান, মোঃ জাহাঙ্গীর খান,
কোটালীপাড়া শুয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক তছলিম খান সহ শতাধিক কৃষক বিক্ষোভ মিছিল করেন।
ভুক্তভোগী জমির মালিকরা জানান, প্রভাবশালীরা আমাদের জমি দখল করে ঘের করবে,
এই ঘের করলে আমাদের ধান চাষের অনেক ক্ষতি হবে। এছাড়াও তারা আরো বলেন কিছু গরিব মানুষ আছে বর্ষা
মৌসুমে দেশীয় প্রজাতির মাছ ধরে বিক্রি করে জিবিকা নির্বাহ করে। তাই আমাদের জমিতে ঘের করতে দিবনা।
ঘের বন্দের দাবীতে বরিশাল জেলা প্রশাষক, উজিরপুর নির্বাহী কর্মকর্তা ও উজিরপুর থানায় অভিযোগ দায়ের করা হবে।
এ ব্যাপারে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মেজবা উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ হালিমের কাছে
জানতে চাইলে তারা বলেন, আমরা বিষয়টি শুনেছি, ঘেরের ব্যাপারে আমরা দুই পক্ষকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে মীমাংসা করে দিব।
বাংলাদেশ
Leave a Reply