মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ ৫ জুন উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উজিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চুর মোটরসাইকেল মার্কের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
৩১ মে বিকেল ৫ টায় হারতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হারতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমল মল্লিকের সভাপতিত্বে, মিন্টু মজুমদারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য অশোক কুমার হাওলাদার, আওয়ামী লীগের সিনিয়র সদস্য এডভোকেট সালাউদ্দিন শিপু, যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র মোঃ হেমায়েতউদ্দিন হিমু, আওয়ামী লীগের শিকারপুর ইউনিয়ন সভাপতি, আব্দুর রহিম মাস্টার, ওটারা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেকের রাড়ী, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা, পনির খান, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, খাইরুল বাসার লিটন, ইদ্রিস হাওলাদার, উজিরপুর পৌরসভার কাউন্সিলর খবির হাওলাদারসহ নেতা কর্মী বৃন্দ। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী উঠান বৈঠকে অংশগ্রহণ করেন।
Leave a Reply