শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
এইচ অনিক, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার তরি তরকারির বাজার হিসেবে পরিচিত হারতা বাজারে আখের চারা বিক্রিতে ব্যাস্ত এ-অঞ্চলের কৃষকরা।
এবার চারার দাম বৃদ্ধি হওয়াতে আমচাষীদের মুখে হাশিফুটিয়েছে বোম্বাই আখ ও আখের চারা।
অতি মিষ্টি ও মুলায়েম,সুস্বাদু আখের নাম বোম্বাই আখ। আমরা বাজারে নানা প্রজাতির আখ বা গ্যান্ডারী দেখতে পাই, যেমন মিশ্রীদানা, চাঁদপুরী, খাগড়া,লড়া চায়না প্রজাতি সহ আরো অনেক রকম আখ।
আমাদের দেশের প্রতিটি জেলা সহ হাট বাজার গুলোতে বছরের প্রায় সব সময়ই কম বেশি পাওয়া যায় এ-সব আখ।
বছরের শ্রাবণ মাস থেকেই বরিশাল জেলার হারতা ইউনিয়নের বহু এলাকাজুড়ে এ-ছাড়াও নাতারকান্দি বাজাপুর নাজিরপুর উপজেলার বৈঠাকাঠা, বিশার কান্দি, মরিজ বুনিয়া উজিরপুর উপজেলার ও অনেক এলাকায় এসব আখের চাষাবাদ করা হয়।
আখের খেত থেকে স্থানীয় পাইকার গন ও খরিদদারেরা ক্ষেত থেকে পাইকারী দরে কিনে নৌকায় অথবা ট্রলার সহ বিভিন্ন যানবাহন যোগে এলাকার হাট বাজার যেমন সাতলা, বিশারকান্ধী, পয়শার হাট, বাগধা বাজার, ধারাবাশাইল, ঘাগর বাজার ছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা সহ দেশের বিভিন্ন জেলার হাট বাজারে বিক্রি হয়ে থাকে এ-সব আখ।
প্রবাদ আছে ধান নদী খাল এই তিনে বরিশাল। বৃহত্তর বরিশাল জেলার উজিরপুর উপজেলার প্রাচীন একটি নদীর নাম কচানদী এই নদীর শাখাতীর বর্তী প্রাচীন একটি বাজার এটি প্রতি রবি ও বুধবার সকাল থকে রাত পর্যন্ত বেচাকেনা হয়ে থাকে এখানে দেখা মিলবে, ছোটো ছোটো কাঠের তৈরি নৌকায় করে বিভিন্ন ধরনের তরি তরকারী ছাড়াও আমরা, পেয়ারা, নারিকেল, সুপারী, সহ সকল ধরনের মালামাল বিক্রির দৃশ্য। প্রতি হাটে বেচাকেনায় মোটা অংকের রাজস্ব পাচ্ছেন সরকার।
বর্তমানে বজারের উত্তর পাড়ে বিভিন্ন ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠান হওয়াতে বাজারে লোক সমাগম দেখাযায় বর্তমান সময়ে প্রতিদিন দুবেলাই বসে পাইকারি মাছের বাজার যেখানে কটি কটি টাকার বেচা-কেনা হয়ে থাকে।
এ-ছাড়াও প্রাচিন এ-বাজারের মাঝ দিয়ে বয়ে যাওয়া নদীটিতে গতো প্রায় ১৬৭ বছর ধরে চলে আসছে ঐতিহ্য বাহী নৌকা বাইচ যেটি প্রতিবছ লক্ষী পুজা উপলক্ষে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করে থাকেন এ-উপলক্ষ্যে ধর্ম বর্ন নির্বিশেষে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম ঘটে, এমনটাই জানালেন স্থানীয় কয়েকজন, তারা আরও বলেন হারতা অঞ্চলের বোম্বাই আখ ও ঐতিহ্য বাহী নৌকা বাইচ উপলক্ষে, আশেপাশের জেলা উপজেলা ছাড়া সহ দুর দুর্দান্ত থেকে আসেন হাজার হাজার দর্শনার্থী।
বাংলাদেশ জনপদ
Leave a Reply