বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অমুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা ও জরিমানা আদায় করা হয়েছে। ১৩ মার্চ বুধবার দুপুর ২টায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট কে.এম ইশমাম এর পরিচালনায় উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের জয়শ্রী বাজারে ঝটিকা অভিযান চালিয়ে নিউ তালুকদার ডায়াগানস্টিক সেন্টারের অনুমোদনহীন ভাবে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় উক্ত প্রতিষ্ঠানের সত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম এর কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়া হয়। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম জানান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply