মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য’র দলিলকৃত জমি ও সরকারি খাস জমি দখল করে পাকা ভবন নির্মাণ করছে প্রতিপক্ষ প্রভাবশালীরা।
এ ঘটনায় উজিরপুর সেনা ক্যাম্প ইনচার্জ এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত মোসলেম
আলী মোল্লার ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আঃ রহমান মোল্লার সাথে একই বাড়ির ওয়ার্ড
আওয়ামী লীগের সাবেক সভাপতি সভাপতি আঃ হাকিম মোল্লা গংদের সাথে ৫৪নং হস্তিশুন্ড মৌজায় এসএ
৪৪৮নং খতিয়ানে ৩৭৫/৩৭৬ নং দাগে ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই প্রেক্ষিতে গত ২৭ নভেম্বর সকাল ১০ টার দিকে আঃ হাকিম মোল্লা,
মোঃ মশিউর রহমান বাবুল, মোঃ মতিউর রহমান মানিক মিলে অবসরপ্রাপ্ত
সেনা সদস্য মোঃ আঃ রহমান মোল্লার দলিল কৃত জমি ও শত লোকজনের চলাচলের একমাত্র রাস্তা সরকারি খাস জমি
জোরপূর্বক ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে পাকা দেয়াল নির্মাণ কার্যক্রম শুরু করে।
এতে বাধা দিলে খুন যখমসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়।
এরপর স্থানীয়রা ঘটনাস্থলে আসলে বিষয়টি স্থানীয় ভাবে শালিষ মিমাংসা হবে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।
তবে এ পর্যন্ত বিষয়টি নিয়ে বিরোধ মিমাংসা হয়নি। কোন উপায়ন্তর না পেয়ে অবসরপ্রাপ্ত সেনা সদস্য উজিরপুর সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আঃ রহমান মোল্লা
সাংবাদিকদের জানান আমাদের কয়েকটি পরিবারের প্রায় শতাধিক লোকজনের চলাচলের একমাত্র রাস্তা সরকারি খাস জমি এবং আমার দলিলকৃত জমি ক্ষমতার দাপট
দেখিয়ে জোরপূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ করছে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ হাকিম মোল্লা।
এছাড়াও উজিরপুর মডেল থানা পুলিশ মিমাংসার কথা বললেও তা মানছে না তারা।
এমনকি আমার স্ত্রী ও সন্তানদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে হাকিম মোল্লা গংরা।
আমি ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে আমার দলিলকৃত জমি ও সরকারি খাস জমি দখল মুক্ত রাখার লক্ষে
প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি।
বাংলাদেশ জনপদ
Leave a Reply