শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে উজিরপুরে আওয়ামীলীগের শান্তি, গনতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উজিরপুর উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি- জামায়াতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তি, গনতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ৩০ জানুয়ারী সকাল ১০ টায় উজিরপুর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন এর সভাপতিত্বে ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনিচুর রহমান নয়নের সঞ্চালনায় এ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এছাড়াও আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, আঃ হাকিম সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস কুমার রায়, সাধারণ সম্পাদক মোঃ রিপন মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানম, উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজ বালী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এবং উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী। এছাড়াও নেতাকর্মীরা একটি র্যালী নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
Leave a Reply