বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
মোঃ ইসমাইল হোসেন কাইউম, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বানকাঠি গ্রামে আগুনে বসতঘর ভস্মিভুত হয়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। আগুন ২২ জানুয়ারি সকাল অনুমান সাড়ে ১০টায় বানকাঠি গ্রামের মৃত আফছার হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার (৩০) এর টিনসেট বসতঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ততক্ষণে সম্পূর্ণ বসতঘরটি পুড়ে যায় এবং প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। তবে সোহেল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। অগ্নিকান্ডের কারন জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।
Leave a Reply