মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে একই দিনে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন নিহত হন এবং পরিবহনের চাপায় ২জন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায় ১৯ ডিসেম্বর পৌনে ১ টার দিকে উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামের বালুর ট্রলি চালক মোঃ আবুবক্কর(২৫), গাড়িতে থাকা সাকিব (২৩) ও শামীম হোসেনকে নিয়ে তাড়াবাড়ি থেকে পশ্চিম জয়শ্রী গ্রামের দিকে যাওয়ার সময় ট্রলির সামনে থাকা একটি চালিত রিক্সাকে সাইড দিতে গিয়ে হঠাৎ ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ট্রলিতে থাকা শামীম হোসেন গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক স্থানে দুপুর আড়াইটার দিকে একটি পরিবহন মোটরসাইকেলে সজোরে থাক্কা দেয়।
এতে মোটরসাইকেল ধুমরে মুচড়ে যায় এবং চালকসহ ২ জন গুরুত্বর আহত হয়।
আহতদের মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, পশ্চিম জয়শ্রী গ্রামের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ১ জন মারা গিয়েছে কিনা তা আমার জানা নেই।
তবে নতুন শিকারপুরে পরিবহনের থাক্কায় মোটরসাইকেল চালকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। আহতরা বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে।
Leave a Reply