রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:১০ পূর্বাহ্ন
মোঃ এমদাদুল কাসেম সেন্টু, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে চোর চক্র বলে অভিযোগ পাওয়া গেছে। ১৩ ডিসেম্বর শনিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে ।প্রবাসীর স্ত্রী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে । লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায় আটিপাড়া গ্রামের সৌদি প্রবাসী মোঃ রফিক সরদারের স্ত্রী নাছিমা আক্তার (৪০) শনিবার রাতে ৩ কন্যা ও ১ পুত্র কে নিয়ে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। ভোররাতে ঘরের সামনের বারান্দার দিয়ে শীট কেটে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে ১ ঘন্টা জিম্মি করে হাত পা বেধে নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা, স্বর্ণের কানের দুল ৪ জোড়া, ১ স্বর্ণের চেইন, ২ টি অ্যান্ড্রয়েড , ১ টি বাটন মোবাইল সেট, ২ টি বিদেশি কম্বল, ও ১ টি ইলেকট্রিক আয়রন নিয়ে যায় চোর চক্র । নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট, কম্বল, আয়রন, যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা । চুরির ঘটনায় প্রবাসী স্ত্রী নাছিমা আক্তার ১৪ ডিসেম্বর বাদী হয় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন । উজিরপুর মডেল থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ জাফর আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
Leave a Reply