রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:২১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর মডেল থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ এর অক্লান্ত পরিশ্রম আর মেধায় কোথাও কোন অপৃত্তিকর ঘটনা ছাড়াই শতভাগ সফল ভাবে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ৫ জুন উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা নিশ্চিন্তে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করতে পেরেছে।
পুলিশ বাহিনী দ্বারা নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো পুড়ো উপজেলা।
এতে করে ভোটারদের মধ্যে আনন্দ আর উচ্ছ্বাস দেখা যায়। এমনকি নির্বাচনী পরবর্তী সহিংসতাও তেমন চোখে পড়েনি।
তিনি যোগদানের প্রায় ৮ মাস অতিবাহিত হয়েছে, এ পর্যন্ত উপজেলার কোথাও ডাকাতি, হত্যা, গুম,গনধর্ষণসহ বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।
অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, উজিরপুর উপজেলা প্রতিবেদক মোঃ নাসির উদ্দীন শরীফকে জানান তিনি উজিরপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ মূক্ত করার লক্ষ্যে তিনি নিরলসভাবে জনসেবা করে যাবেন।
তিনি আরো বলেন, ডি আই জি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়সহ পুলিশের সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা উজিরপুর মডেল থানা পুলিশ কঠোর অবস্থান থেকে ভোটারদের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি এবং সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়।
এ ধারাবাহিকতা বজায় থাকবে। কোন অপরাধীর সাথে আপোষ নহে। সমাজের সকল অপরাধের বিরুদ্ধে উজিরপুর মডেল থানা পুলিশের কঠোর নজরদারি থাকবে।
এদিকে উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ায় ডি আই জি, পুলিশ সুপার
ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদসহ সকল পুলিশকে সাধুবাদ জানিয়েছেন উজিরপুরবাসী।
Leave a Reply