সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ ও খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ধানের বীজ, রাসায়নিক সার, হাইব্রিড মরিচ বীজ, লেবু ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
২৪ জুন মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মাঈনুল ইসলাম খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,
উপজেলা যুবদলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক সরদার সিদ্দিকুর রহমান,
ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা,
বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খোকন শ্রমিকদল নেতা মোঃ হাইউম
খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
এ বছর কৃষি প্রণোদনার আওতায় মোট ৯০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
হাইব্রিড মরিচ চাষে উৎসাহিত করতে ১০০ জন কৃষকের মাঝে জনপ্রতি ১০ গ্রাম করে মরিচ বীজ ও ৫ গ্রাম করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়।
ফল চাষে আগ্রহী কৃষকদের জন্য ৮০ জনকে জনপ্রতি ৫টি করে লেবু চারা ও ১০ কেজি করে জৈব সার প্রদান করা হয়।
এছাড়াও নারিকেল চাষ সম্প্রসারণের লক্ষ্যে ৫০০ জন কৃষককে জনপ্রতি ৫টি করে এবং ৪০টি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানপ্রতি ১০টি করে নারিকেল চারা সরবরাহ করা হয়।
সুবিধাভোগী কৃষকেরা জানান, সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সময়মতো এ ধরনের সহায়তা পাওয়ায় তারা চাষাবাদে আগ্রহী হয়েছেন।
বিশেষ করে ধান চাষের পাশাপাশি মরিচ, লেবু ও নারিকেল চাষের উপকরণ পেয়ে আরো উৎসাহিত হয়েছেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply