সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৭ জুলাই ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ডে
সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত আগুন জালিয়ে ও সড়ক অবরোধ করে
বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করে।
এ কোটা বিরোধী আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহন করে উজিরপুর বিএন খান ডিগ্রি কলেজ,
শেরেবাংলা কলেজ, আবুল কালাম ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থীরা।
কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদসহ ব্যাপক পুলিশের উপস্থিতি ছিলো।
Leave a Reply