মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
কে এম সোহেব জুয়েল:: উজিরপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ রক্তাক্ত যখমের ঘটনায় থানায় অভিযোগ দায়েরের কথা একাধিক সুত্রে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে শিকারপুর ইউনিয়নের বর্তা গ্রামের রিস্কা গ্রেরেজ মালিক সুমন সরদারের স্ত্রী তিন সন্তানের জননি সিমা বেগম ২৮ বেলায়।
সিমার স্বামী সুমন জানায় গতকাল রবিবার ৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় একই বাড়ির প্রতিপক্ষ মজিদ সরদারের পুত্র আবুল সরদার ৪৫ ও তার চাচাতো ভাই লিটন সরদার ৩৮, স্বপন সরদার ৩২, শাহিন সরদার ২৮ জমিজমার পূর্বশত্রুতার জের ধরে বসত বাড়ির মাটি কাটাকে কেন্দ্র করে সুমনের স্ত্রী সিমা বেগমের সাথে বাকবিতান্ডা সৃষ্টি করে সিমাকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করে।
সিমার ডাকচিৎকারে স্হানিয়রা দৌরে এসে সিমাকে রক্তাক্ত অবস্হায় উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে সিমার স্বামী সুমন উল্লেখিত চার জনকে অভিযুক্ত করে গতকাল উজিরপুর থানায় অভিযোগ দায়েরের কথা ও প্রশাসনের সর্বমহলে অপরাধীদের দৃষ্টান্ত মুলক শান্তির দাবিও জানান তিনি।
Leave a Reply