রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চুর মোটরসাইকেল প্রতীকের কর্মী সভা একপর্যায়ে জনস্রোতে পরিনত হয়। ২১ মে মঙ্গলবার বিকাল ৪ টায় তার নিজ বাসভবনের সামনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অশোক কুমার হাওলাদার এর সভাপতিত্বে নির্বাচনী পোষ্টার, লিফলেট বিতরন উপলক্ষে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভা এক পর্যায়ে জনসভায় রুপ নেয়।
এ সময় উপস্থিত থেকে বক্তৃতা করেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডঃ সালাউদ্দিন সিপু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাকিম সেরনিয়াবাত,
উজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বড়াকোঠা ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহীদুল ইসলাম, উজিরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বিউটি খানম,
উজিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দীন হিমু, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম ঘরামী,
উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদার, সাংগঠনিক সম্পাদক খবির উদ্দিন হাওলাদার, মশিউর রহমান,
আওয়ামী লীগ নেতা এ্যাডঃ আমির হোসেন মিয়া, সমীর মজুমদার, উর্মিলা বাড়ৈ, ওটরা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক রাড়ী,
পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তাপস রায়, হারতা ইউনিয়নের চেয়ারম্যান অমল মল্লিক।
শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির, গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সত্তার মোল্লা,
শিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন হাওলাদার, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদার,
সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, অচিন্ত বাড়ৈ প্রমুখ।
সভায় বক্তারা বলেন একটি পক্ষ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর নাম ভাঙ্গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি কাউকে কোনো সমর্থন দেয়নি।
Leave a Reply