রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
তেজগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও তিন বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠিত গোপালগঞ্জে ৭ই ডিসেম্বর মুক্ত দিবস-পালন করেন বীর মুক্তিযোদ্ধারা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ এ ভূষিত হয়েছেন জাভেদ নাছিম কুয়াকাটায় টোয়াকের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাদশার ১০ তলা ভবন নিয়ে ২ স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মামলা পুলিশ কমিশনারের নির্দেশনায় বরিশালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ অটোরিক্সা কারখানা বন্ধ ও জরিমানা আদায় পটুয়াখালীর উপকূলে দুর্যোগের আগাম গণসচেতনতামূলক গাম্ভীরা ও নাটক প্রদর্শনী কোম্পানির চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ বানারীপাড়ায় আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি দখল ও মুক্তিযোদ্ধার স্ত্রীর উপর হামলার অভিযোগ

উজিরপুরে জমি বিরোধে নারীসহ ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত ও জখম 

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীসহ ৪ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের বাবরখানা গ্রামের মোঃ গিয়াস উদ্দিন সরদার ওই গ্রামের আমিনুল ইসলামের বসতবাড়িসহ জমিজমা দেখাশুনা করে থাকে। উক্ত জমি একের পর এক দখলের পায়তারা চালায় একই গ্রামের ছরোয়ার সরদার গংরা।

এমনকি ইতিপূর্বে উক্ত জমিতে থাকা বিভিন্ন প্রজাতির ৩ লক্ষ টাকার গাছ জোরপূর্বক ক্ষমতার দাপটে অনত্র বিক্রি করে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকি অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতা পুনরায় ১৯ মার্চ বেলা ১১ টায় ছরোয়ার সরদার(৩৮), দেলোয়ার সরদার(৩৫), মোঃ মিলন সরদার (৪০), মুক্তার হোসেন(৬০), নেয়ামত সরদার(৪০),আবুল সরদার(৪৫)মিলে দেশীয় ধারালো অস্ত্র সাজে সজ্জিত হয়ে বিরোধীয় জমিতে থাকা একটি প্রায় ৪০ হাজার টাকা মূল্যের গাছ বিক্রি করে জমি দখলের পায়তারা চালায়।

এতে বাঁধা দিলে মোঃ গিয়াস উদ্দিন সরদার(৫০), রফিক সরদার(৪৮),মোসাঃ সালমা বেগম(৩৮) ও বিলকিস বেগম(৫৫)কে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে পরিহিত স্বর্নের চেইন, নগদ ৬০ হাজার টাকা,

মোবাইলসেট ছিনিয়ে নিয়ে যায় এবং কাপড় চোপড় টানাটানি করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ করে আহতরা।

এসময় ডাকচিৎকার করলে পরবর্তী প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায় হামলাকারীরা। আহত গিয়াস উদ্দিন সরদার জানান,

আমাদের সকলকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত লোহার রড দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং নারীদের কাপর চোপড় টানাটানি করে শ্লীলতাহানি ঘটায় ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা।

অল্পের জন্যে প্রানে বেঁচে যাই আমরা। অভিযুক্তদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে ওই ভূমিদস্যু হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories