শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপির ৫ নেতাকর্মীকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহত সুত্রে জানা যায়, শনিবার দুপুর আড়াইটায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রদী গ্রামে পানের বরজের জমি নিয়ে বিরোধের জের ধরে ওই এলাকার মৃত মোঃ হাফেজ উদ্দিন হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (৪৮) মোঃ মনির হাওলাদার(৪৫), নাতি মোঃ বাইজিদ (৩০) আত্মীয় হরিদ্রাপুর গ্রামের হাতেম মোল্লার ছেলে ফারুক মোল্লা(৩৫), হানুয়া গ্রামের শহীদ সরদারের ছেলে শামীম সরদার (৩০)কে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একই গ্রামের আওয়ামীলীগ নেতা নান্না আকন (৬০) ও তার ছেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা মিরাজ আকন (৩৩), রিয়াজ আকন (২৫) এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী শাহানাজ বেগমসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা।
স্থানীয়রা আহতদের মূমূর্ষ অবস্থায় উদ্ধার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে শামীম সরদারের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাঃ তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করেন।
অভিযুক্তরা পালিয়ে থাকায় যোগাযোগ আছে সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, মামলা নেয়া হয়েছে এবং আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।
বাংলাদেশ জনপদ
Leave a Reply