রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মেঃ মাইনুল হোসেন খান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসনাত জাহান খান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন বরিশাল সংযুক্ত তাতী সমবায় সমিতির সহ-সভাপতি শাহিন মিয়া,
কারফা মৎস্য উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মনিকা বৈদ্য,উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন।
প্রধান অতিথি উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসনাত জাহান খান তার বক্তব্যে বলেন,
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, উজিরপুর প্রত্যন্ত এলাকায় অনেক মৎস্য চাষী রয়েছে, সমবায় সমিতির মাধ্যমে মৎস্য চাষ করে স্বাভলম্বী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে,
আরো প্রশিক্ষন নিয়ে উন্নত পদ্ধতিতে মৎস্য চাষ করা যায় সে বিষয়ে কাজ করার জন্য সমবায় কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ জনপদ
Leave a Reply