বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুরের গঙ্গা গোবিন্দ (জিজি) মাধ্যমিক বিদ্যালয়ের ১০৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরুস্কার বিতরণি অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত।
ব্যাপক আয়োজনে স্কুল মাঠে ০৯ ও ১০ মার্চ দুই দিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাসদ নেতা আবুল কালাম বাদল,
বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম জামাল হোসেন,
উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল প্রমুখ।
দুইদিন ব্যাপী অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সন্ধ্যায় ঢাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply