শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৫:০৭ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে উপজেলার সাতলায় আলোচিত জোড়া খু*নের ঘটনায় প্রধান আসামী কিবরিয়া হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাব-৮।
৫ সেপ্টেম্বর র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে হত্যা মামলার প্রধান আসামী কিবরিয়া হাওলাদারকে গ্রেফতার করে।
উল্লেখ্য ২৪ আগষ্ট রাত ১১ টার দিকে পশ্চিম সাতলা ২ নং ওয়ার্ডের মোঃ সোহরাব হাওলাদারের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইদ্রিস হাওলাদার ও তার চাচাত ভাই সাগর হাওলাদারকে মাছের ঘের নিয়ে দ্বন্দের জের ধরে পরিকল্পিত ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা তাদের দুজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২ টার দিকে ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার মারা যান।
২৫ আগষ্ট বেলা ১১ টার দিকে মোটরসাইকেল চালক সাগর হাওলাদারকেও কর্তব্যরত ডাঃ মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৬ আগষ্ট নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী মোসাঃ রেশমা বেগম বাদী হয়ে মোঃ কিবরিয়া হাওলাদার,
মোঃ ইলিয়াস হাওলাদার, ইউপি চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, যুবলীগ নেতা আসাদ হাওলাদারসহ ২৬ জন এজাহার ভূক্ত ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
সে মামলায় ইতিপূর্বে কবির হাওলাদারকে গ্রেফতার করা হয়। ৫ সেপ্টেম্বর প্রধান আসামি কিবরিয়া হাওলাদারকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ জনপদ
Leave a Reply