বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমানের পথ দেখানো উন্নয়নের ধারা দেশে অব্যাহত থাকবে- বিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে সারওয়ার  গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে শহীদ দিবসের প্রস্তুতি সভা উজিরপুরে বোমা সাদৃশ্য বস্ত উদ্ধার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল    মুন্সিগঞ্জের গজারিয়ায় ফুলকুঁড়ি প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বানারীপাড়ায় জায়গা জমি নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বে দেবরের হাতে ভাবি লাঞ্চিত  গৌরনদীতে সকল সাংবাদিক সংগঠন বিলুপ্তি, প্রেসক্লাব ঘোষিত ভোটের অধিকার নিয়ে আর ছিনি বিনি খেলা চলবে না-ড. আব্দুল মঈন খান বাকেরগঞ্জে অবৈধ ইট ভাটায় প্রশাসনের অভিযান নগদ অর্থ জরিমানা সহ ভাঙ্গলেন টিনের চিমনি বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতার পিতার মৃত্যুতে শোক প্রকাশ

উজিরপুরে ট্রলির চাপায় ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী নিহত, বিক্ষুব্ধ জনতা, ট্রলিতে অগ্নিসংযোগ

মোঃ নাসির উদ্দিন শরীর, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উজিরপুর টু সাতলা জি,সি সড়কে ইট বোঝাই ট্রলি চাপায় মোসাঃ নুসরাত আক্তার (১১) নামে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বিক্ষিপ্ত জনতা ট্রলিতে অগ্নি সংযোগ করেন। ১২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর পোন ৩ টার দিকে উজিরপুর সাতলা সড়কের সাকরাল এলাকার মাওলানা মোঃ খলিল হাওলাদারের বাড়ির সামনে দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রলিটিতে অগ্নিসংযোগ করে। উজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।

নিহত নুসরাত আক্তার পরমানন্দ সাহা গ্রামের কৃষক সোহরাব হাওলাদারের মেয়ে এবং পাশের গ্রামের আব্দুল মজিদ বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে অপর দুই সহপার্ঠী সুমনা আক্তার ও টুম্পা আক্তারকে সঙ্গে নিয়ে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিলো নুসরাত আক্তার। সাকরাল গ্রামের মাওলানা মোঃ খলিল হাওলাদারের বাড়ির সামনের এলাকা অতিক্রমকালে বিপরীত মুখি ইট বোঝাই একটি বেপরোয়া ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুসরাত নিহত হয়। দুর্ঘটনার পর ট্রলির চালক মোঃ কালাম হাওলাদার ও হেলপার মোঃ সজল ভুঁইয়া পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা ট্রলিতে অগ্নিসংযোগ করে। উজিরপুর থানার ওসি জাফর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করে। ট্রলিটি আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories