সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভায় ব্যবসায়ীর বসতঘরে দুধর্ষ চুরি সংঘটিত, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় ১৬ সেপ্টেম্বর রাতে উজিরপুর পৌরসভা ২ নং ওয়ার্ড দক্ষিন শিকারপুর গ্রামের
ব্যবসায়ী মোঃ কালাম ফরাজির বসতঘরের জানালা ভেঙে প্রবেশ করে আলমারি ও বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে
নগদ অর্থ, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে চোরচক্ররা।
তবে বাড়িতে কেউ ছিলো না। এ সুযোগে চুরি সংঘটিত হয়েছে।
এ ছাড়া ইতিপূর্বেও কালাম ফরাজির দোকানঘরে চুরি সংঘটিত হয়েছিলো।
এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর ভুক্তভোগী মোঃ কালাম ফরাজি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান,
অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বাংলাদেশ জনপদ
Leave a Reply