রবিবার, ১৩ Jul ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
উজিরপুরে দুর্যোগ ঝুঁকি নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উজিরপুরে দুর্যোগ ঝুঁকি নিরসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Oplus_131072

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সরকারি ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনে শনিবার ২২ জুন সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ‘দুর্যোগ ঝুঁকি নিরসন বিষয়ক কর্মশালা’।

সিআরএসএস আয়োজিত ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালার মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের দুর্যোগ মোকাবেলায় সচেতন ও দক্ষ করে তোলা।

কর্মশালায় অংশ নেয় ইনস্টিটিউশনের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী।

আগুন লাগার কারণ ও তাৎক্ষণিক প্রতিরোধে করণীয় নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করে উজিরপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি দক্ষ টিম।

বিষয়ভিত্তিক বিস্তারিত আলোচনা করেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আঃ রশিদ এবং কর্মশালার পরিচালক সিআরএসএস-এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এ্যানীমিতা।

ফায়ার সার্ভিস সদস্যরা সিলিন্ডার গ্যাস বা রান্নার তেল থেকে সৃষ্ট আগুনের উৎস চিহ্নিত করে কিভাবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।
সহযোগিতায় ছিলেন ফায়ার ফাইটার ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুর রশিদ, কাজী আনিচুর রহমান, মোঃ সাব্বির হোসেন, মোঃ রাসেল, মোঃ আল আমিন, হোসাইন, রাজিব, সজল, মোঃ জাকির, মোঃ সাব্বির মোল্লা, রাজিব সহ একটি প্রশিক্ষিত টিম।

এই কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইয়ং প্রফেশনাল (স্পন্সরশিপ-ডব্লিউভিবি) প্রজ্ঞা লাবনী মন্ডল।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনের একাধিক সহকারী শিক্ষক,

উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ কাওছার হোসেন, সদস্য নুরুল ইসলাম আসাদ ও মোঃ খলিলুর রহমান।

আয়োজকরা জানান, এমন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ প্রতিরোধ ও তাৎক্ষণিক করণীয়

সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে একটি নিরাপদ শিশুবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories