সোমবার, ১৪ Jul ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতার হাতে ব্যবসায়ী নিহতের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, সড়ক অবরোধ কুয়াকাটায় স্বাধীনতার ৫৪ বছরেও কাঁচা সড়কটি পাকা হয়নি, ১০ গ্রামের মানুষের ভোগান্তি চরমে উজিরপুরে কালিহাতায় বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর সাথে নেতাকর্মীদের মতবিনিময় সভা  পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথি- কাজী রওনাকুল ইসলাম টিপু কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৭ হাজার ৭’শ টাকায় উজিরপুরের কমলাপুর গ্রাম ‘পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম’ হিসেবে ঘোষণা পটুয়াখালীর কুয়াকাটায় ভূতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ উজিরপুরে ভূমি অফিসে ঘুষ, দূর্নীতির আখড়া, জিম্মি ভূমি মালিকরা  উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল
উজিরপুরে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও গণ আধিকার পরিষদ- নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন

উজিরপুরে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন ও গণ আধিকার পরিষদ- নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ২৭ মে মঙ্গলবার সকাল ১০ টায় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ গন অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সরকারি বরাদ্দের ন্যায্য পাওনার দাবিতে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা’র কাছে মৌখিক ভাবে অভিযোগ দায়ের করে।

উজিরপুর উপজেলা চত্বরে “অসহায় দরিদ্রের মাঝে সরকারি বিভিন্ন বরাদ্দের সুষম বন্টন এর দাবিতে” ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফতে মজলিস, গণধিকার পরিষদ ও বাংলাদেশ তাবলীগ জামাত সহ বিভিন্ন সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবদের মাঝে বৈঠক চলাকালে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাস্থলে প্রবেশ করে।

এ সময় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শাহ আলম বলেন,

৫ই আগস্ট ২৪ এর পূর্বে বিভিন্ন রাজনৈতিক সরকার আলেম-ওলামাদের তথা ইসলামপন্থীদের সাথে বিভিন্ন বৈষম্য মূলক আচরণ করে তাদের ন্যায্য অধিকার থেকে

বঞ্চিত করেছে কিন্তু ৫ ই আগস্ট এর পরে কোন নির্বাচিত সরকার না থাকলে ও দেশের একটি প্রভাবশালী রাজনৈতিক সংগঠন সকল বরাদ্দ অন্যায় ভাবে দখল

করেলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তার প্রতিবাদ জানালে তাদেরকে অপমান অপদস্থ সহ অসৌজন্যমূলক আচরণ করে বলে অভিযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামি উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালেক,

ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলম, বাংলাদেশ জামাতে ইসলামি,

উজিরপুর উপজেলার সেক্রেটারি মোঃ খোকন সরদার, উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলার প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম,

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলার সভাপতি ডি.এম আল আমিন,

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলার সহ-সভাপতি মাও আরিফুল ইসলাম,

ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ মনিরুল ইসলাম মুরাদ,

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাও নজরুল ইসলাম,

ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক, মোঃ আসাদুজ্জামান সোহেল সভাপতি,

শ্রমীক কল্যান ফেডারেশন, মাও মহিউদ্দিন সাধারণ সম্পাদক, শ্রমীক কল্যান ফেডারেশন।

উজিরপুর পৌর আমীর বাংলাদেশ জামাতে ইসলামি মোঃ আল আমিন সরদার, উজিরপুর পৌর সেক্রেটারি,

বাংলাদেশ জামাতে ইসলামি হাফেজ বাকি বিল্লাহ, মুফতি মাহমুদ প্রতিনিধি দাওয়াতে তাবলীগ উজিরপুর, গাজী মোহাম্মদ অনিক, গনঅধিকার পরিষদ, মুফতি আঃ আজিজ সভাপতি, পৌর ইসলামী আন্দোলন বাংলাদেশ।

জনাব সিদ্দিকুর রহমান সজল, সভাপতি, ইসলামী শ্রমীক আন্দোলন বাংলাদেশ, উজিরপুর উপজেলা, মাওলানা সহিদুল ইসলাম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ওটরা ইউনিয়ন, জনাব জাকির হোসেন, আমীর, বড়াকেঠা জামাতে ইসলামি, সহ জামাতে ইসলামি ও ইসলামী আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও ইউনিয়ন নেতৃত্ববৃন্দু উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মৌখিকভাবে তাদের দাবি দয়া পেশ করেন।

বিজিএফ, বিভিন্ন ভাতা এবং রাস্তাসহ সকল প্রকার সরকারি প্রণোদনা সমান হারে বন্টন করার জন্য নেতাকর্মীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন

সময় নেতাকর্মীরা হুঁশিয়ারি করে বলেন, ২৯ মে ২৫ ইংরেজি তারিখের মধ্যে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে না দিলে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন একত্র হয়ে ২৯ তারিখের পরে উপজেলা পরিষদ ঘেরাও সহ কঠিন কর্মসূচির ঘোষণা করব।

এ সময়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা নেতৃবৃন্দের দাবিকৃত বিষয়গুলো গুরুত্ব সহকারে আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেছেন।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories