মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ গ্রাম আদালত সক্রিয়করণ ও অধীক শক্তিশালীকরণের লক্ষ্যে ১৭ মে শনিবার সকাল ১০ টায় বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অর্থায়নে হারতা ও সাতলা ইউনিয়নের ২৩ জন ইউপি সদস্যদের অংশগ্রহণে ২`দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা।
এ প্রশিক্ষণ কোর্সটি গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) ও স্থানীয় সরকার,পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উজিরপুর উপজেলার ২টি ইউনিয়নের ২৩ জন ইউপি সদস্য এ প্রশিক্ষণ কোর্সে সক্রিয়ভাবে অংশগ্রহণপূর্বক দক্ষতার সাথে গ্রাম আদালত সম্পর্কে বিষদ ধারণা নিতে সক্ষম হয়েছেন।
উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে এ কোর্সটি সুন্দরভাবে পরিচালনার স্বার্থে গ্রাম আদালত, আইনশৃংঙ্খলা, নারী ও শিশু, যুব উন্নয়ন এবং সমাজসেবা সংক্রান্ত বিষয়গুলি বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রশিক্ষণের আওতায় সংযুক্ত করা হয়েছে।
২দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে আজ প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহন করেন উজিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
এছাড়াও প্রশিক্ষনের সার্বিক সহোযোগীতায় ছিলেন উপজেলা সমন্নয়কারী, গ্রাম আদালত প্রকল্পের মোসাঃ আফরোজা আক্তার শিউলি।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার বলেন, গোটা বাংলাদেশের সব কয়টি ইউনিয়ন পরিষদ যদি এই ধরনের গ্রাম আদালতের আওতায় সংযুক্ত হয়ে যায় তাহলে স্থানীয়ভাবে ছোটখাটো সমস্যাগুলি খুবই কম খরচে এবং স্বল্প সময়ে সমাধান হয়ে যাবে।
তখন আর কাউকে সময় ও টাকা ব্যয় করে আদালতে যাওয়ার প্রয়োজন পড়বে না।
তবে গ্রাম আদালতের বিচারককে অবশ্যই নিরপেক্ষ ও স্বচ্ছ থাকতে হবে।
বিচারক কোনো পক্ষকে সাপোর্ট দিলে বা কোনো পক্ষ ন্যায় সমাধান না পেলে সাধারণ মানুষ তখন অবশ্যই আদালত থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হবে।
আর যেসকল অভিযোগ গুলি গ্রাম আদালতের আওতায় পড়ে সেগুলোই সমাধানের আওতায় আনতে হবে। এ বিষয়ে ইউপি সদস্যগণ সক্রিয় হলেই গ্রাম আদালতের সুফল উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
এসময় প্রশিক্ষণ গ্রহণ করেন উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শুভাষ রায়, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নরেন্দ্রনাথ বাড়ৈ, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন তালুকদার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য কৃষ্ণ কান্ত বাড়ৈ, ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গৈরি রানী হাওলাদার, ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য অঞ্জনা রানী বাড়ৈ, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুম মোল্লা, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিন্দ্রনাথ বাড়ৈ,
উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর শেখ, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বাবুল চৌধুরী, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহিন হাওলাদার, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাজাহান হাওলাদার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন মোল্লা, ১,২,৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসাঃ ফরিদা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসাঃ কামরুন নেসা, ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোসাঃ নাজমা বেগম, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ তৌহিদ ইসলাম টুটুল, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল মন্ডল।
বাংলাদেশ জনপদ
Leave a Reply