মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
৮ জুলাই সোমবার সকাল ১০ টায় ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন,
সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা পারভীন।
সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন।
এসময় উপস্থিত অতিথি বৃন্দ,শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান।
খেলায় ১৮১টি স্কুল থেকে বাছাই শেষে ৯ টি ইউনিয়ন ১টি পৌরসভা ছেলে-মেয়ে মোট ১০টি দল অংশগ্রহন করবে।
এছাড়া ৮-১০ জুলাই খেলা অনুষ্ঠিত হবে। ১০ জুলাই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply