শুক্রবার, ২০ Jun ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
মোঃ সোহাগ হাওলাদার:: বরিশাল জেলার উজিরপুরে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস বরিশাল জেলা শাখার উদ্যােগে ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় মাদার্শী আল-মাহাদ আদদ্বীনী হাফেজী কওমি মাদ্রাসা ও এতিম খানা মাঠ প্রাঙ্গনে ১ম কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত হয়।
জমঈয়তে আহলে হাদীস বরিশাল জেলা শাখার আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ
সম্পাদক জমঈয়তে শুব্বানে আহলে হাদীস বরিশাল জেলা শাখা মোঃ জহির খান এর সঞ্চালনা প্রধান অতিথি
হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শাইখ ডক্টর আব্দুল্লাহ ফারুক,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জমঈয়েত আহলে হাদীস কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শাইখ ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদেশ ও প্রবাস বিষয়ক সম্পাদক শাইখ ইবরাহীম বিন আব্দুল হালিম মাদানি,
সহ- সভাপতি অত্র মাদ্রাসা মোঃ আব্দুস ছবুর মল্লিক, সভাপতি শুব্বানে আহলে হাদীস বরিশাল জেলা শাখা আব্দুল গফুর,
উদ্বোধক অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ ওয়ালিউল ইসলাম মল্লিক,
সার্বিক পরিচালনায় ছিলেন অত্র মাদ্রাসার সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম সত্তর মল্লিক,
এছাড়া ও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাব সদস্য মোঃ খলিলুর রহমান,
মোঃ সোহাগ হাওলাদার, মোঃ আহাদ সুমনসহ দূর দূরান্ত থেকে ধর্ম প্রান মুসল্লিরা অধিবেশনে প্রধান অতিথির
বক্তব্যে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসকে সু সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক
আলোচনা করেন এবং সকলকে ইসলামের সুশীতল ছাড়া তলে থেকে জীবন গঠনের জন্য আহ্বান জানান।
এবং কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বরিশাল জেলা জমঈয়েতে আহলে হাদীস এর কমিটি ঘোষণা করেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply