শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় স্বৈরাচার শেখ হাসিনার অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট বিহীন দলীয় ভাবে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পদধারীদের কর্মস্থলে যোগদান প্রতিহত করার লক্ষ্যে বিএনপি-জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগষ্ট রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে।
উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এস সরফুূদ্দিন আহমেদ সান্টুর নির্দেশে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হুমায়ুন খান, পৌর বিএনপির আহবায়ক মো: শহীদুল ইসলাম খান, উপজেলা বিএনপি সিনিয়ার যুগ্ন আহবায়ক এস এম আলাউদ্দিন, যুগ্ন আহবায়ক এ্যাড: মো: আসাদুজ্জামান বাদশা, পৌর বিএনপি’র সদস্য সচিব রোকোনুজ্জামান টুলু, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মিরা।
এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মোঃ কাওছার হোসেন নের্তৃত্বে এবং উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মোঃ শাহে আলম এর নের্তৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত,ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
বাংলাদেশ জনপদ
Leave a Reply