মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি:: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় মা-ইলিশ রক্ষা অভিযানে বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২ জন জেলেকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন।
শনিবার ২৬ অক্টোবর ভোর ৫ টায় উজিরপুর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বিকাশ কুমার নাগের নের্তৃত্বে মা-ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মৎস্য ইলিশ শিকারের সময় হাতেনাতে ইলিশ ও জালসহ ২জনকে আটক করা হয়।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন আটককৃত রতন মৃধা (৫৫), মোঃ আসাদুল ইসলাম (৩৫) কে ১০ দিনের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করেন।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার এসআই আলমগীর হোসেন, এএসআই মহিউদ্দিনসহ পুলিশের টীম।
এ ব্যাপারে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন জানান, উদ্ধারকৃত ২৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয় ও ১০ হাজার মিটার জাল পুড়ে বিনষ্ট করা হয়।
এবং ২ জেলেকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অসাধু জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply