সোমবার, ১৪ Jul ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের মোঃ মতিউর রহমান আকন (৭০) স্ট্রোকজনিত কারনে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১৮ মে রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুকালে ১ স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯ মে সোমবার সকাল ১১ টায় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উজিরপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা এর নের্তৃত্বে বরিশাল জেলা পুলিশ ও উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) অফিসার মোঃ তৌহিদ ও এস, আই মোঃ আলমগীর হোসেন সহ একদল চৌকস পুলিশ মরহুম বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান কে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) অফিসার মোঃ তৌহিদ।
উজিরপুর উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্রাম হোসেন হাওলাদার,
বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অর রশিদ মুন্সী, বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোঃ হালিম আকন,
বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার ফকির, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিব বেপারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সালাম মল্লিক সহ একাধিক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
মোঃ মতিউর রহমান আকন এর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্রাম হোসেন হাওলাদার, মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
এছাড়াও মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্রাম হোসেন আবেগে আপ্লূত হয়ে পরেন।
বাংলাদেশ জনপদ
Leave a Reply