মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উজিরপুর ভোক্তা অধিকারের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা উজিরপুরে দুর্দান্ত জয়, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে উজিরপুর দল জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  বাবুগঞ্জে সেলিমা রহমানের আগমন উপলক্ষে জিয়া মঞ্চের প্রস্তুতি সভা  বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের শোভাযাত্রা উজিরপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরের শিকারপুর শিশু নিশাতের মৃত্যু ঘিরে রহস্য, নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের কুয়াকাটা বঙ্গোপসাগরে ১৫ জেলেসহ মাছধরা ট্রলার ডুবি, উদ্ধার -৯, নিখোঁজ -৬ উজিরপুরের মাদার্শী কে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা উজিরপুরে ছেলের হাতে বাবা খুন, জনতার হাতে আটক!
উজিরপুরে ভূমি মেলা ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয় 

উজিরপুরে ভূমি মেলা ও জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয় 

উজিরপুর প্রতিনিধিঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত করি”—এই প্রতিপাদ্যে বরিশালের উজিরপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা–২০২৫। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ মেলার আয়োজন করে উপজেলা ভূমি অফিস।

রোববার (২৫ মে) বিকেল ৩টায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ আলী সুজা।

উদ্বোধনী দিনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা ভূমি অফিস থেকে বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরসহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার ভূমি অফিসে এসে শেষ হয়।

পরে উপজেলা ভূমি অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল ইসলাম খান এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত কানুনগো ও সার্ভেয়ার মোঃ এনামুল হক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বামরাইল ইউনিয়ন প্রশাসক আবুল কালাম আজাদ,

উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওসার হোসেন, সাংবাদিক মোঃ রবিউল ইসলাম, সদস্য মোঃ খলিলুর রহমান এবং সাবেক সার্ভেয়ার।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ নুরুল ইসলাম আসাদ, সদস্য মোঃ আহাদ হোসেন সুমন, মোঃ মেহেদী হাসানসহ আরও অনেকে।

আলোচনায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল ইসলাম খান বলেন, ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সহজেই নামজারি করা যায়, এতে কোনো দালাল বা বাড়তি খরচের প্রয়োজন হয় না।

ই-নামজারি, অনলাইন পেমেন্ট, ডিজিটাল নকশা যাচাইসহ আধুনিক সেবাসমূহ ভূমি অফিসের দুর্নীতি ও হয়রানি রোধে কার্যকর ভূমিকা রাখছে। তিনি উপস্থিত নাগরিকদের ভূমি-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা বলেন, নাগরিকদের মধ্যে কর প্রদানের অভ্যাস গড়ে না উঠলে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়।

ঘরে বসেই এখন অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সম্ভব, এই সুবিধার ব্যাপারে সবাইকে জানাতে হবে। ভূমি জালিয়াতি ও প্রতারণা রোধে প্রয়োজন নিয়মিত হালনাগাদ ও কর পরিশোধ, যাতে জমির প্রকৃত মালিকানা নিশ্চিত রাখা যায়।

ভূমি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের প্রতিটি জেলা প্রশাসন কার্যালয়সহ উপজেলা, সার্কেল এবং ইউনিয়ন ভূমি অফিসে একযোগে এই ভূমি মেলা অনুষ্ঠিত হচ্ছে, যা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

এ সময় উজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ভূমি মালিক ও সচেতন নাগরিকদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।

মেলার মাধ্যমে নাগরিকদের মধ্যে ভূমি-সংক্রান্ত ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেবা গ্রহণের আগ্রহও বেড়েছে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ জনপদ

সংবাদ টি ভালোলাগলে আপনার বন্ধুদের সাথে সামাজিক মাধ্যমে শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories