রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
মোঃ জুনায়েদ খান সিয়াম, বিশেষ প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের মধ্য লস্করপুর জামে মসজিদে ঢুকে পুর্ব শত্রুতার জের ধরে মধ্য লস্করপুর গ্রামের সন্ত্রাসী জলিল বেপারী (৫০) মহাসীন ডাকুয়া (৪০) হাবিব বেপারি (৬০) সহ ৫-৬ জন মিলে একই এলাকার মৃত কদম আলী বেপারীর ছেলে ফারুক হোসেন বেপারী (৪৫) এর উপরে অতর্কিত হামলা চালায়।
এক পর্যায় তাকে টেনে হেচরে মসজিদ থেকে বের করে ধারলো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে উপর্যুপরি পিটিয়ে রক্তাক্ত ও জখম করে।
এতে তার হাতের আঙুল ভেঙ্গে যায় এবং গুরতর আহত হয়।
আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ও অভিযোগ সুত্রে আরো জানা যায়, এ সময় আহতের শার্টের পকেটে থাকা ৩৫০০ টাকা ছিনিয়ে নিয়ে হত্যা করার উদ্দেশ্য দেশিয় ধারালো দা দিয়ে ধাওয়া করে।
এসময় মসজিদের অন্যান্য মুসল্লীরা সন্ত্রাসীদের প্রতিহত করতে ব্যার্থ হয়।
এ ব্যাপারে ফারুক হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ বলেন,
অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply