বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:০২ অপরাহ্ন
মোঃ জুনায়েদ খান সিয়াম, বিশেষ প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে ব্যাপক আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ।
এ উপলক্ষে ২৬ মার্চ মঙ্গলবার প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের সূচনা হয়।
পরে সকাল ৯ টায় উপজেলা চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উজিরপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,
শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাধীনতা দিবসের বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বিজয় মিছিল নিয়ে প্রশাসনের কর্মসূচিতে যোগদান করেন।
বেলা ১০ সরকারী ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনিষ্টিটিউশন মাঠে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, স্বাধীনতা দিবসে রাষ্ট্রীয় সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু,
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আহমেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে
বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল।
আরো বক্তৃতা করেন সহকারী কমিশনার( ভুমি) কে এম ইসমাম, মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার , আয়নাল হোসেন ,আক্রাম হোসেন হাওলাদার সহ আরো অনেকে।
মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা – কর্মচারী , বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply