বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি রবিবার দুপুর বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি সৈয়দ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, কোষাধ্যক্ষ হৃদয় আহম্মেদ, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা সুব্রত রায়, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর জামান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু’র সভাপতিত্বে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ, বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতনসহ সমাজের সকল অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এছাড়াও কোথাও কোন সহিংস ঘটনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফল ভাবে অনুষ্ঠিত হওয়ায় উজিরপুর উপজেলা প্রশাসন ও উজিরপুর মডেল থানা পুলিশসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ।
Leave a Reply