সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে উপূর্যপুরি কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও আহত সুত্রে জানা যায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামের মৃত আলম হাওলাদারের ছেলে টিপু হাওলাদার(৩০), গত ২৫ জানুয়ারি রাত ১০ টার দিকে বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে স্থানীয় মোফাজ্জেল হোসেনের বাড়ির সামনে পৌঁছামাত্র ওই এলাকার সন্ত্রাসী রিফাত হোসেন, আনোয়ার হোসেন, রাজিব চৌকিদার,জাহিদ মুন্সি, রফিকুল ইসলাম মিদুল হাওলাদার মিলে দেশীয় ধারালো অস্ত্র সাজে সজ্জিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে টিপু হাওলাদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এসময় ডাকচিৎকার করলে তার পকেটে থাকা নগদ ৩০ হাজার ৫ শত টাকা ও পরিহিত স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে বীরদর্পে চলে যায় হামলাকারীরা। ২৭ জানুয়ারি আহত টিপু হাওলাদারের মাতা তাছলিমা বেগম বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আহত টিপু হাওলাদার সাংবাদিকদের বলেন, রিফাত হোসেনসহ ওই সন্ত্রাসীরা আমাকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে এবং নগদ অর্থ ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। অল্পের জন্যে আমি প্রানে বেঁচে যাই। হামলাকারীরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান, হামলার ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।
Leave a Reply